
পদ্মায় ধরা পড়ল ২২ কেজি ওজনের বাগাড়। ছবি: যুগান্তর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বাগাড় মাছ।
বুধবার ভোর ৫টার দিকে পদ্মায় জালে ওই মাছটি ধরা পড়ে। এরপর জেলেদের কাছ থেকে মাছটি নেন আড়তদার নাটু মোল্লা। এরপর তার কাছ থেকে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। এ হিসাবে মাছটির দাম পড়ে ১৭ হাজার টাকা।
মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা জানান, মঙ্গলবার দিবাগত রাতে মদন মাছ ধরতে পদ্মায় নামেন মদন হালদার ও তার সহযোগীরা। সারা রাত হাতেগোনা কয়েকটি মাছ তাদের জালে ধরা পড়ে।
বুধবার ভোর ৫টার দিকে জাল গোছানোর প্রস্তুতি নেয়ার সময় তাদের জালে ধরা পড়ে ২২ কেজি ওজনের বাগাড়টি।
মাসুদ আরও বেশি দামে মাছটি বিক্রির জন্য ঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে পানিতে ছেড়ে রাখা হয়েছে।