ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় উদ্ধার কাজ চলায় ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার ভোর ৫টা থেকে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ করা হয়।
বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, কুলাউড়া উপজেলায় ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস দুর্ঘটনার উদ্ধার কাজ সকাল ১০টার মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে খালে পানি জমে থাকায় কাজ সম্পন্ন হয়ে আরও কয়েক ঘণ্টা লাগবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এর আগে রোববার রাত পৌনে ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে চারজন নিহত এবং অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন।