বগুড়া শহরের ঠনঠনিয়া ভাইপাগলা মাজার লেনে আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ম্যানেজারকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সার্বক্ষণিক চিকিৎসক ও ডিপ্লোমা নার্স না থাকা, অপারেশন থিয়েটার নোংরা, অপরিষ্কার ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ নানা অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার বিকালে এ রায় দেন।
আদালত সূত্র ও বগুড়া পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ আলী জানান, ধুনটের তৌফিকুর রহমান শহরের ঠনঠনিয়া ভাইপাগলা মাজার লেনে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চালু করেন। সেখানে সার্বক্ষণিক কোনো চিকিৎসক ও ডিপ্লোমা নার্স নেই। অপারেশন থিয়েটার অপরিষ্কার, প্যাথলজির মেয়াদোত্তীর্ণ ওষুধ নোংরা ফ্রিজে রাখাসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে।
বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ম্যানেজার নাজমুল হোসেনকে আটক করেন। এসব অপরাধে তাকে ৭২ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করে দেন। পরে ম্যানেজার জরিমানার টাকা পরিশোধ করে রেহাই পেয়েছেন।
এর আগেও ভ্রাম্যমাণ আদালত ওই ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা করেছিলেন। পরে মালিক তৌফিকুর রহমান জরিমানা পরিশোধ করেছেন।
ভ্রাম্যমাণ আদালতে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম ও আর্মড পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া শহরের কাঁঠালতলা এলাকায় মা স্টোরে মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স সামগ্রী মজুদ ও বিক্রি এবং লেবেলে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় মালিক মন্টু কুমার সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। পরে টাকা পরিশোধ করা হয়েছে।