সিগারেট তৈরির কারখানা। ছবি: যুগান্তর
নাটোরের বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় পাটক্ষেতের পাশে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই কারখানায় অভিযান চালিয়ে ৯ কোটি টাকা মূল্যের নামী-দামী ব্যান্ডের সিগারেট ও তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
এসময় সংঘবদ্ধ চক্রের ১০ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।
গ্রেফতারকৃতরা হলেন- মো. হাসান (৩৫), মো. আবু সাইদ (৪২), মো. মহসিন মিয়া (৩৫), মো. আনোয়ার হোসেন (৪৭), মো. শওকত আলী (৩৪), মো. আ. জব্বার (৩৩), মো. জাকারিয়া (৫২), মো. শরিফুল ইসলাম (৩৫), মো. বকুল মন্ডল (২৮) ও মো. হামিদুল ইসলাম (২৯)।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. রাজিব ফরহান যুগান্তরকে বলেন, নাটোরের সামির টোবাকো প্রাইভেট লিমিটেডের নামে সরকারি অনুমোদন ব্যতীত অবৈধভাবে বিভিন্ন ব্রান্ডের নকল সিগারেট প্রস্তুত করছে।
এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার হাসানের তথ্যের ভিত্তিতে কোরবান আলীর ও আজিজ মোল্লার মালিকাধীন রাইসমিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও সিগারেট তৈরির সরঞ্জামাদিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
চক্রটি বিভিন্ন নামি-দামি কোম্পানির প্রস্তুতকৃত ট্রেডমার্ক জাল করে, ব্র্যান্ডরোল (শুল্ককর পরিশোধ স্টিকার) নকল করে সিগারেট প্রস্তুত করে তা বাজারজাত করে আসছে।
পুলিশ সুপার আরও বলেন, নকল সিগারেট তৈরির এই কারখানাটি পাটক্ষেতের পাশে গড়ে তুলেছিল চক্রটি। সেখানে যাওয়ার জন্য শুধু একটা সরু রাস্তা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে পালাক্রমে তারা এটি পাহারা দিত।