Logo
Logo
×

সারাদেশ

বরিশালে ৩৫ লাখ রেণু পোনা জব্দ, আটক ২

Icon

ব‌রিশাল ব্যু‌রো

প্রকাশ: ২১ জুন ২০১৯, ০৮:৪০ এএম

বরিশাল সদর নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫ লাখ রেণু পোনা জব্দ করেছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে। 

বৃহস্প‌তিবার দিনগত রাত  ১২টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে খুলনাগামী মীমজাল পরিবহনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- খুলনার হাংরিটানা থানার গল্লামারির বাসিন্দা মৃত মালেক মুন্সির ছেলে মো. জনি (৩৯) ও কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামের ফয়সাল মুন্সী (৩৭)। এরমধ্যে ফয়সাল মুন্সী মীমজাল পরিবহনের কন্ট্রাক্টর।

আটক জনি জানিয়েছেন, কলাপাড়ার মাসুম বেপারী রেণু পোনাগুলো মীমজাল পরিবহনে করে খুলনায় পাচার করছিলেন।

বরিশাল সদর নৌ-থানার সেকেন্ড অফিসার এসআই মো. রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে যুগান্তরকে জানিয়েছেন, আটককৃতদের থানায় রাখা হয়েছে। সকালে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম