গোপালপুরে বাজারে আগুন, ৫ কোটি টাকার ক্ষতি
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০১৯, ১১:৩৪ পিএম
গোপালপুর উপজেলায় পুরাতন পৌর মার্কেটসংলগ্ন বাজারে আগুন। ছবি: যুগান্তর
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পুরাতন পৌর মার্কেটসংলগ্ন বাজারে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার পৌরশহরের ওই বাজারে একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ব্যবসায়ীরা জানান, প্রথমে একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের আরও ৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে চারটি হার্ডওয়ার, একটি থাই গ্লাস, কাপড় ও জুতার দোকান রয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে প্রথমে গোপালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে টাঙ্গাইল, মধুপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে গোপালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।