বড়লেখায় গ্রামীণ ঐতিহ্য মোরগ লড়াই
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০১৯, ০৯:৪৪ পিএম
বড়লেখায় গ্রামীণ ঐতিহ্য মোরগ লড়াই
মৌলভীবাজারের বড়লেখায় গ্রামীণ ঐতিহ্য মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বৃহত্তর ঘোলসা গ্রামের আয়োজনে স্থানীয় ঘোলসা স্কুল মাঠে দিনব্যাপী এই লড়াই অনুষ্ঠিত হয়।
এতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ২৫টি প্রশিক্ষিত মোরগ অংশ নেয়। চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে ১০টি মোরগ দলকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে।
বিকালে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন।