ঝিনাইদহে মাইক্রোচাপায় নিহতদের দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: যুগান্তর
ঝিনাইদহের সদর উপজেলায় মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্কুলছাত্রী তাসলিমা (১৪) পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে। সে জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী এবং একই এলাকার এনামুল (১৮) ঘোড়ামারা গ্রামের মোহন ফকিরের ছেলে।
স্থানীয় ফায়ার স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে পোড়াহাটি নামকস্থানে মাইক্রোবাসের সামনের একটি চাকা বাস্ট হয়। এতে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে শহরগামী একটি বাইসাইকেল আরোহী এনামুল ও পরে এক স্কুলছাত্রী তাসলিমাকে চাপা দিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
এতে গুরুতর আহত স্কুলছাত্রীসহ দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঘটনার পর থেকে মাইক্রোবাসচালক পলাতক রয়েছেন। ওই মাইক্রোতে অন্য কোনো যাত্রী ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।