কাঁঠাল খাওয়া হলো না স্কুলছাত্র আলমগীরের!
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০১৯, ০৯:৪৬ পিএম
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাজার থেকে কাঁঠাল নিয়ে বাড়ি যাওয়ার পথে বালু ভর্তি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. আলমগীর (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার সিন্দুর খাঁন ইউনিয়নের সিক্কা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর সিক্কা গ্রামের আবদুল হকের ছেলে। সে হুগলিয়া হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, উপজেলার সিক্কা বাজার থেকে কাঁঠাল কিনে রাস্তা দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলো আলমগীর। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে আলমগীরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ওসি আবদুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ট্রাক আটক করা হয়েছে। ড্রাইভার পালিয়েছে। তাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি।