Logo
Logo
×

সারাদেশ

শ্রীনগরে ভণ্ডপীরের আস্তানা গুড়িয়ে দিল এলাকাবাসী

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০১৯, ০৩:০৭ এএম

শ্রীনগরে ভণ্ডপীরের আস্তানা গুড়িয়ে দিল এলাকাবাসী

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক ভণ্ডপীরের আস্তানা গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার বিকালে উপজেলা আটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার ভণ্ডপীর মজিদ ওরফে বেঙ্গু মিস্ত্রি দির্ঘ দিন ধরে পীর সেজে বাড়িতে আসন বসিয়ে জিন-ভূতের আছর, জাদুটোনা,বন্ধ্যাত্বসহ সর্ব রোগের চিকিৎসা হিসেবে ঝাড়-ফুক ও তাবিজ কবজের ব্যাবসা করে আসছিল।

এর সূত্রধরে একই গ্রামের মনির মিয়ার ছেলে মেহেদি (১০) ও মো. জামালের ছেলে সোলাইমান (২) অসুস্থ হলে ভণ্ডপীরের কাছে চিকিৎসা নিতে যায়। এ সময় ভন্ডপীর মজিদ কৌশলে তাদেরকে নিজের মূত্রপান করিয়ে দেয়।

এতে মেহেদি ও সোলাইমান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই ভণ্ডপীরকে উত্তম মাধ্যম দিয়ে তার আস্তানা গুড়িয়ে দেয়।

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম