Logo
Logo
×

সারাদেশ

বন ছেড়ে লোকালয়ে আসা চিত্রা হরিণটি মারা গেছে

Icon

সোনাগাজী

প্রকাশ: ২২ মে ২০১৯, ০১:৩৭ এএম

বন ছেড়ে লোকালয়ে আসা চিত্রা হরিণটি মারা গেছে

বন ছেড়ে লোকালয়ে আসা চিত্রা হরিণটি মারা গেছে। ছবি-সংগৃহীত

 

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লোকালয় থেকে উদ্ধার হওয়া চিত্রা হরিণটি মারা গেছে। 

সঠিক চিকিৎসার অভাবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজীরবাগ ইকোপার্কে অবমুক্ত করার কয়েক ঘণ্টা পর হরিণটি মারা যায়। 

সোনাগাজী উপজেলা রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকাসংলগ্ন মাঈন উদ্দিনের দোকানের পশ্চিম পাশ থেকে এলাকাবাসী হরিণটি আটক করে। 

খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ হরিণটি উদ্ধার করে ফেনী সদরের কাজীরবাগ ইকোপার্কে হরিণটি অবমুক্ত করে। 

জানা গেছে, চিত্রা হরিণটি সকাল সাড়ে ৯টার দিকে বন ছেড়ে লোকালয়ে এসে পড়ে। গ্রামবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে হরিণটি আটক করে। হরিণটি আটক করার সময় আহত হয়। 
এর পর জেলা পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কাজীরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, সঠিক চিকিৎসার অভাবেই হরিণটি মারা গেছে। 

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল পারভেজ বলেন, হরিণটির মৃত্যুর জন্য কারও দায়িত্ব অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম