
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ এএম
মেঘনায় তলা ফেটে লঞ্চ বিকল, ২৫০ যাত্রী উদ্ধার

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২২ মে ২০১৯, ১০:৫১ এএম

মেঘনায় তলা ফেটে লঞ্চ বিকল। ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চাঁদপুরের মেঘনা নদীতে ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি গ্লোরী অব শ্রীনগর-২’-এর তলা ফেটে বিকল হয়ে যায়। তাৎক্ষণিকভাবে লঞ্চে থাকা ২৫০ যাত্রীকে উদ্ধার করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার রাত ১০টার দিকে মতলব দশানি নামক স্থানে এ ঘটনা ঘটে।
চাঁদপুর লঞ্চঘাট সূত্রে জানা যায়, ২৫০ যাত্রী নিয়ে লঞ্চটি সন্ধ্যায় সদরঘাট থেকে লালমোহনের উদ্দেশে ছেড়ে যায়।
লঞ্চটি মতলব দশানি নামক স্থানে পৌঁছালে বালুবাহী একটি ট্রলার ধাক্কা দেয়। এতে লঞ্চটির তলা ফেটে যায়। পরে লঞ্চটি কিনারে নেয়া হয়।
খবর পেয়ে মতলব, মোহনপুর নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে লঞ্চে থাকা যাত্রীদের অন্য লঞ্চে উঠিয়ে দেয়।
মতলব উত্তর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, লঞ্চটি তলা ফেটে বিকল হয়ে যায়। পরে লঞ্চটি পাড়ে ভেড়ানো হয়। লঞ্চে থাকা যাত্রীদের নিরাপদে পাড়ে নামানো হয়েছে।