হবিগঞ্জে ২০০ বস্তা নিম্নমানের সার উদ্ধার। ছবি: যুগান্তর
হবিগঞ্জ শহরে ২০০ বস্তা নিম্নমানের সার জব্দ করা হয়েছে।
সোমবার রাতে শহরের গরুর বাজার এলাকায় ‘খালেক ট্রেডার্স’ নামে একটি দোকান থেকে এসব সার জব্দ করে পুলিশ। এ সময় দোকানের ম্যানেজার আবদুল কাইয়ুমকে আটক করা হয়।
আটক কাইয়ুম শহরের রাজনগর এলাকার বাসিন্দা।
সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় সারের দোকান ‘খালেক ট্রেডার্স’ থেকে ২০০ বস্তা নিম্নমানের সার জব্দ করা হয় এবং আটক করা হয় ওই দোকানের ম্যানেজার আবদুল কাইয়ুমকে।
পরে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে ওই দোকানটি সিলগালা করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জব্দকৃত সার কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।