লোকলয় থেকে মায়া হরিণ উদ্ধার
খাগড়াছড়ির লোকলয় থেকে মায়া হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। খাগড়াছড়ির পৌর এলাকার কালাডেবার প্রাক্তন কাউন্সিলর মংসুইথোয়াই চৌধুরী একটি নবনির্মিত ড্রেন থেকে হরিণটিকে উদ্ধার করে।
উদ্ধার করা মায়া হরিণটি খাগড়াছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
হরিণ উদ্ধারকারী মংসুথোয়াই জানান, ‘সোমবার সকালে বাড়ির পাশে হরিণটি দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তা উদ্ধার করা হয়। বন থেকে দলছুট হয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছে। পরে হরিণটি বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘মায়া হরিণটি উদ্ধার করে স্থানীয়রা আমাদের কাছে হস্তান্তর করেছে। হরিণটি শারীরিকভাবে একটু আঘাতপ্রাপ্ত। হরিণটির চিকিৎসা শেষে আবারো বনে ছেড়ে দেয়া হবে।’