সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ২৮ রোহিঙ্গা উদ্ধার
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৫ মে ২০১৯, ১২:০৪ এএম
সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে আটক রোহিঙ্গারা। ছবি: যুগান্তর
সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরতলির শুকনাছড়ি ও দরিয়ানগর ঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৩ নারী, ৯ পুরুষ ও ছয় শিশু রয়েছে। এ সময় পাচারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।
স্থানীয় যুবক ইমাম হোসেন জানান, রাতে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশুকে দরিয়ানগর ও শুকনা ছড়িঘাটে জড়ো করে মালয়েশিয়ায় মানবপাচারকারী একটি চক্র।
রাতে সন্দেহ হলে সমুদ্রসৈকতে পাচারকারীদের একটি বাড়ি ঘেরাও করে ২৮ রোহিঙ্গাকে উদ্ধার করে আটকে রাখেন স্থানীয়রা।
খবর পেয়ে রাত সাড়ের ১০টার দিকে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ সময় কয়েকজন মালয়েশিয়াগামী ও মানবপাচারকারী পালিয়ে যায়।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা সবাই নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। এ ঘটনায় দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।