সুনামগঞ্জের বিভিন্ন হাওর নদ-নদী জলমহালে ডিমওয়ালা মা মাছ নিধন বন্ধে জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমান আদালত আড়াই লাখ মূল্যের অবৈধ জাল আটক করেছে।
বুুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে আটককৃত এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সম্প্রতি সুনামগঞ্জের ১৪ কেজি ওজনের ডিম ওয়ালা মা মাছ ধরা পড়ার খবর চাউর হওয়ার পরই জেলা প্রশাসন ও মৎস অফিস চলতি বর্ষায় ও প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা মাছ রক্ষায় এ পদক্ষেপ গ্রহণ করে।
জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার রুমার নেতৃত্বে মঙ্গরবার সদর উপজেলার প্রবাহমান সুরমা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সুরমায় মাছ ধরার সময় নিষিদ্ধ ২ লাখ টাকার কোনা জাল ও ৫০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ জানান, ডিমওয়ালা মা মাছ রক্ষায় পর্যায়ক্রমে জেলার সব উপজেলা নির্বাহী অফিসার ও মৎস অফিসারদেরকে নদ-নদী হাওর জলমহাল এমনকি বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়ে জাল আটকের নির্দেশনা দেয়া হয়েছে।