কটিয়াদীতে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০১৯, ০৯:৫৭ এএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. ইদাউল্লাহ ইদু (৬৫) নামে এক কৃষক মাঠ হতে বাড়িতে ধান আনার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে চরকাউনিয়া হুতির বন্দে এ ঘটনা ঘটে।
ইদাউল্লাহ ইদু উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের মৃত মো. আবদুল হেকিমের পুত্র।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে বাইসাইকেল দিয়ে ধানের বস্তা বাড়িতে আনছিলেন। ধানের বস্তা বাইসাইকেলে উঠিয়ে জমির আইলে বসে বিশ্রাম নেয়ার সময় তিনি মাটিতে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক চিকিৎসক ডা. মো নুরুল হক যুগান্তরকে জানান, অতিরিক্ত গরমে রোজাদার ইদাউল্লাহ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে মনে হয়।