Logo
Logo
×

সারাদেশ

জামায়াত কর্মীর হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০১৯, ১১:৪৩ এএম

জামায়াত কর্মীর হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

জামায়াত কর্মী হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক জামায়াত কর্মীর বিরুদ্ধে।

আব্দুল গনি নামে ওই প্রধান শিক্ষককে চড়-থাপ্পড়সহ তাকে মারধর করেছেন স্থানীয় জামায়াত কর্মী এবং স্কুল পরিচালনা পরিষদের সাবেক সদস্য হারুন অর রশীদ।

তবে লাঞ্ছনার কথা সাংবাদিকদের কাছে প্রথমে স্বীকার করলেও পরে স্কুল কমিটি ও স্থানীয় প্রভাবশালীদের চাপে ওই প্রধান শিক্ষক তাকে মারধরের বিষয়টি অস্বীকার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য হারুন অর রশীদ রোববার স্কুলের প্রধান শিক্ষক আব্দুল গনির কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি তার মেয়ের এসএসসি রেজিস্ট্রেশন নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডা করেন। হৈচৈ শুনে অন্যান্য শিক্ষকসহ অনেকে ছুটে আসেন।

একপর্যায়ে হারুন অর রশীদ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের দিকে তেড়ে যান এবং তাকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনায় বিদ্যালয় বন্ধ রেখে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

পরে মীমাংসার জন্য স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিষয়টি নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছাড়াও স্থানীয়রা প্রধান শিক্ষকের কক্ষে বৈঠকে বসেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মইনুল হাসান বাপ্পি, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মইনুল হাসান বলেন, খবর পেয়ে আমি স্কুলে ছুটে আসি। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে জানতে পারি। বিষয়টি হাতাহাতির ঘটনা ছিল না বলে উভয়পক্ষ জানিয়েছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা এহসান উদ্দিন আহমেদ জানান, উভয়পক্ষ নিজেদের মধ্যে সমাধানে পৌঁছেছেন। তবে প্রধান শিক্ষকের সঙ্গে বাজে ব্যবহার করে থাকলে তা ঠিক হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম