Logo
Logo
×

সারাদেশ

ফেনীর সেই ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০১৯, ০৭:৫৭ পিএম

ফেনীর সেই ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

প্রতীকী ছবি

ফেনীতে টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সোশ্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখার সাবেক কর্মকর্তা হাসান মোহাম্মদ রাশেদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকালে শহরের মিজান রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার রাশেদ সোশ্যাল ইসলামী ব্যাংকের ফেনী শাখার সাবেক ক্যাশ ইনচার্জ ও পরবর্তীতে জিবি ইনচার্জের দায়িত্ব পালন করেছিলেন।

চলতি বছরের ২৪ মার্চ রোববার শহরের মিজান রোডের সোস্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখার দুই গ্রাহক লিখিতভাবে তাদের অ্যাকাউন্ট থেকে ৭৭ লাখ ৫ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে শাখা ম্যানেজার রেহানা আক্তার দুদকে হাসান মোহাম্মদ রাশেদকে আসামি করে মামলা দায়ের করেন।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ব্যাংক কর্মকর্তা হাসান মোহাম্মদ রাশেদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, দুদকের একটি দল বিকালে তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকার প্রবাসী শাহ আলমের অ্যাকাউন্ট থেকে ১৭ লাখ ও তার স্ত্রী রেজিয়া সুলতানার অ্যাকাউন্ট থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ হয়েছে মর্মে লিখিত অভিযোগ করা হয়।

পরে তাদের অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয় থেকে একটি টিম এসে সামগ্রিক বিষয়টি তদন্ত করে যায়।  দফায় দফায় তারা দুই গ্রাহক ও হাসান মোহাম্মদ রাশেদকে জিজ্ঞাসাবাদও করে।

একই দিন ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হোসেন আহমেদ রাসেল তার বাবার অ্যাকাউন্ট থেকে ৩৩ লাখ ৫ হাজার টাকা আত্মসাৎ হয়েছে বলে মৌখিক অভিযোগ করেন হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে।

হাসান মোহাম্মদ রাশেদ ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ক্যাশ ইনচার্জের দায়িত্ব পালন করেন।

২০১৭ সাল থেকে ২০১৮ সালের অক্টোবর বদলি হওয়ার আগ পর্যন্ত তিনি এ শাখার জিবি ইনচার্জ ও ঋণ বিভাগের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একই ব্যাংকের চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট শাখায় কর্মরত আছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম