Logo
Logo
×

সারাদেশ

মোবাইল ফোন বিস্ফোরণে পা পুড়ল কিশোরের

Icon

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ০৭:২৭ পিএম

মোবাইল ফোন বিস্ফোরণে পা পুড়ল কিশোরের

মোবাইল ফোন বিস্ফোরণে পা পুড়ল কিশোরের। ছবি: যুগান্তর

মাদারীপুরের কালকিনিতে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে নবীন বেপারী (১২) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে পৌর এলাকার ভূরঘাটা  বাজারে এ ঘটনা ঘটে। আহত নবীন কালকিনির পার্শ্ববর্তী উপজেলা গৌরনদীর খাঞ্জাপুর এলাকার ভূরঘাটা গ্রামের হায়দার বেপারীর ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, নবীন বেপারী একটি মোবাইল ফোন প্যান্টের পকেটে করে পারিবারিক কাজে বাড়ি থেকে কালকিনি উপজেলার পৌর এলাকার ভূরঘাটা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে ওই মোবাইল ফোনটি হঠাৎ করে পকেটের মধ্যেই বিস্ফোরিত হয়ে যায়। এতে করে নবীনের ডান পা ঝলসে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে কালকিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রেজাউল করিম বলেন, ওই কিশোরের নিজের অসাবধানতার কারণে এ ঘটনা ঘটেছে। এতে করে তার ডান পা পুড়ে গেছে। তবে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম