পাটুরিয়া-দৌলতদিয়া: পারের অপেক্ষায় সাড়ে ৩ শতাধিক যানবাহন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ০২:৫২ পিএম
পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় সাড়ে ৩ শতাধিক যানবাহন। ছবি: যুগান্তর
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ঘাট এলাকায় গাড়ির লম্বা লাইন দেখা গেছে।
শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে। এতে করে উভয় ঘাট মিলিয়ে সাড়ে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা পৌনে ২টা পর্যন্ত পাটুরিয়াঘাটে ফেরি পারের জন্য প্রায় তিন শতধিক যানবাহন আটকে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের(বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের বাণিজ্য বিভাগের ওই উপমহা ব্যবস্থাপক (এজিএম) জিল্লুর রহমান জানান, বেলা ১টা পর্যন্ত এই রুটে ফেরি পারের অপেক্ষায় প্রায় ৩ শতাধিক যানবাহন আটকে রয়েছে। আটকে থাকা যানবাহনের মধ্যে প্রায় দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী বিভিন্ন ট্রাক রয়েছে।
শনিবার এমনিতে যানবাহনের চাপ বেশি থাকে তারপরও দুপুর ১২টা থেকে যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপ পড়তে শুরু করেছে। যাত্রীবাহী পরিবহন, পচনশীল পণ্যবোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
ফেরি সেক্টরের ওই দায়িত্বশীল কর্মকর্তা জানালেন, বিকালের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসবে। বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে।