নওগাঁয় বিদ্যুৎস্পর্শে কলেজছাত্রের মৃত্যু
রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ১২:৫৭ পিএম
নওগাঁর রানীনগরে বিদ্যুৎস্পর্শে নাছির সরদার (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাশিমপুর ফিল্ডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাছির সরদার কাশিমপুর ফিল্ডপাড়া গ্রামের হাসেম সরদারের ছেলে ও রানীনগর শেরেবাংলা সরকারি মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাছির সরদারের বাড়ির বিদ্যুতের একটি তার ছিঁড়ে যায়। সেই তার নাছির ঠিক করতে গেলে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে সে মাটিতে পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।