নুসরাতের আত্মার শান্তির জন্য মিলাদ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ০৮:৫৯ এএম
নুসরাতের আত্মার শান্তির জন্য মিলাদ মাহফিল
আগুনে দগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির আত্মার মাগফেরাত কামনা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সোনাগাজী আলহেলাল একাডেমি।
শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
নুসরাতের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. ফখরুউদ্দিন।
এদিকে সকাল ১০টার দিকে আজিজুল হক মায়মুনারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দক্ষিণপূর্ব চরচান্দিয়া গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে, এমন সংবাদ দিলে তিনি ওই ভবনের তিনতলায় যান। সেখানে মুখোশধারী বোরকা পরিহিত ৪-৫ জন তাকে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পাঁচ দিন পর ১০ এপ্রিল বুধবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি। পরদিন সকালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দিলে বিকালে সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।