Logo
Logo
×

সারাদেশ

এসরাইল বাহিনীর বিরুদ্ধে লাঠি মিছিল

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ১০:৩৪ পিএম

এসরাইল বাহিনীর বিরুদ্ধে লাঠি মিছিল

এসরাইল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও লাঠি মিছিল করেছেন চট্টগ্রামের বহদ্দারহাট-চান্দগাঁও এলাকার বাসিন্দারা।

শুক্রবার জুমার নামাজের পর বহদ্দারহাট এলাকার একটি মসজিদ থেকে বের হয়ে তারা মানববন্ধন ও লাঠি মিছিল করেন। এতে কয়েকশ এলাকাবাসী অংশ নেন। তারা এসরাইলের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

চান্দগাঁও এর শমসেরপাড়া পশ্চিম মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে মানববন্ধন ও লাঠি মিছিল কর্মসূচিতে বক্তব্য রাখেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাসির বিল্লাহ, মহল্লা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইস্কান্দর, মোজাম্মেল হোসেন, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, অর্ণব ক্লাব সভাপতি ঈসা রাসেল, সাধারণ সম্পাদক শাহাদাত সাইমন, মাসুদ স্মৃতি সংসদ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক ছাত্রনেতা তাজুল ইসলাম, ইকবাল হোসেন রনি, নগর ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া স্থানীয়রা বলেন, 'এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধে আমরা রাস্তায় নেমেছি। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয়-প্রশ্রয়ে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। এসরাইল বাহিনীর সদস্যরা লোকজনকে আটকে রেখে মুক্তিপণ আদায় করছে, যখন যাকে খুশি মারধর কিংবা রক্তাক্ত করছে, অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মহড়া দিচ্ছে। কিন্তু থানা পুলিশ যেন কিছুই চোখে দেখে না।'

দ্রুত যদি এলাকার চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হয় তাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন এলাকাবাসী।

প্রসঙ্গত, এসরাইল বাহিনীর সদস্যদের চাঁদা না দেয়ায় ৪ এপ্রিল আমজাদ হোসেন নামে একজনকে ড্রিল মেশিন দিয়ে দুই পা ছিদ্র করে দেয়া হয়।

আমজাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, মাইক্রোস্ট্যান্ড থেকে শুরু করে এমন কোনো স্ট্যান্ড নেই যেখান থেকে চাঁদা নেয় না এই বাহিনীর সন্ত্রাসীরা। ফুটপাত থেকেও ওঠানো হয় চাঁদা। তোলা হয় আবাসিক হোটেল থেকেও। বহদ্দারহাটে ফুটপাত দখল করে গড়ে ওঠেছে অন্তত ২০০ দোকান। প্রতিটি দোকান থেকে দৈনিক ১ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত চাঁদা নেয় এসরাইল বাহিনী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম