Logo
Logo
×

সারাদেশ

সেই প্রকৌশলীর অপসারণ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ০৯:৩৫ এএম

সেই প্রকৌশলীর অপসারণ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। ছবি-যুগান্তর

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেলের সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন স্তরের প্রকৌশলীরা। 

বুধবার সকালে এই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এতে যোগ দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চারটি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সমাবেশে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বক্তব্য দেন। তারা প্রকৌশলী পলাশকে চট্টগ্রাম থেকে বহিষ্কারের দাবি জানান।

গত ১ মার্চ সন্ধ্যায় আন্দরকিল্লার নগর ভবনের তৃতীয়তলায় সম্মেলনকক্ষে গৃহায়ণ কর্তৃপক্ষের ৬ জন প্রকৌশলীর সঙ্গে আলোচনার একপর্যায়ে ওই প্রকৌশলীর কথাকাটাকাটি হয় মেয়রের সঙ্গে। এ সময় তিনি মেয়রের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। তবে মেয়রের বিরুদ্ধে থাপ্পড় মারার পাল্টা অভিযোগ আনেন ওই সহকারী প্রকৌশলী।

হালিশহর পোর্ট কানেকটিং রোডে জলাবদ্ধতা নিরসনে গৃহায়ণের জায়গার ওপর দিয়ে নালা নির্মাণ করতে গেলে সিটি কর্পোরেশনকে বাধা দেয় গৃহায়ণ কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়েই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলতে না দিয়ে সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশ মেয়রের সঙ্গে তর্কে জড়ান।

মেয়রের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম জেলা, মহিলা কল্যাণ পরিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যানারে প্রকৌশলীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। 

সমাবেশে এসে সংহতি প্রকাশ করেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম শাখার নেতারা। প্রকৌশলী অসিম বড়ুয়ার সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আশ্রাফুজ্জামান পলাশকে গৃহায়ণ সেক্টরে ‘দুর্নীতিবাজ’ হিসেবেই চিনে সবাই। তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য মেয়রের সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করেছেন, তা আমাদের জন্য কলংকের। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধনে অংশ নেয়া নেতারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম