Logo
Logo
×

সারাদেশ

পত্নীতলায় উদ্ধার বিরল প্রজাতির নীলগাই যাচ্ছে রামসাগরে

Icon

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ০৮:৩৪ পিএম

পত্নীতলায় উদ্ধার বিরল প্রজাতির নীলগাই যাচ্ছে রামসাগরে

পত্নীতলায় উদ্ধার বিরল প্রজাতির নীলগাই যাচ্ছে রামসাগরে

নওগাঁর পত্নীতলায় বিরল প্রজাতির ধূসর বর্ণের একটি নীলগাই ধরা পড়েছে। সোমবার সকালে উপজেলার নির্মইল ইউনিয়নের কালুপাড়া সীমান্ত এলাকা থেকে এটিকে আটক করেন স্থানীয়রা।

এটি সীমান্তের ওপার থেকে দলছুট হয়ে এসেছে বলে ধারণা করছে এলাকাবাসী। উদ্ধার হওয়া পুরুষ নীলগাইটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে নেয়া হচ্ছে। 

নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন। এটি একটি পুরষ জাতের নীলগাই। সকালে এলাকায় গাইটি ঘুরতে দেখে এলাকাবাসী। এরপর সবাই মিলে গাইটিকে আটক করে।

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, সকালে উপজেলার নির্মইল ইউনিয়নের কালুপাড়া সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া নীলগাইটি জেলা বন বিভাগের কাছে লিখিতভাবে হস্তান্তর করা হয়েছে।

জেলা বন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, পত্নীতলা উপজেলা প্রশাসনের কাছ থেকে উদ্ধার হওয়া নীলগাইটি বুঝে পেয়েছি। ঢাকা বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্র বিভাগের আদেশে নীলগাইটিকে এখন দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে নেয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম