Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ট্রাক্টরচাপায় নারী নিহত

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০১৯, ০১:২১ পিএম

কুমিল্লায় ট্রাক্টরচাপায় নারী নিহত

কুমিল্লায় ট্রাক্টরচাপায় নারী নিহত। ছবি-যুগান্তর

কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টরের চাপায় আয়েশা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার চাঁন্দপুর গ্রামে গোমতী নদীর ভেড়িবাঁধসংলগ্ন স্থানে। 

স্থানীয়রা মাটিভর্তি ট্রাক্টরটিকে আটক করলেও ঘাতক ড্রাইভার পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চাঁন্দপুর গ্রামে গোমতী নদী থেকে মাটি নিয়ে বেড়িবাঁধের ওপর থেকে নামার সময় ওই নারীকে চাপা দেয় ট্রাক্টরচালক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

নিহত আয়েশা বেগম ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী আবদুল কাদের জানান, গোমতী নদীর ভেতর থেকে মাটি নিয়ে বেড়িবাঁধ থেকে বেপরোয়া গতিতে নামার সময় ওই নারীকে চাপা দেয় ট্রাক্টরচালক। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ঘাতক ড্রাইভার পালিয়ে যায়। 

ঘটনার পর গোমতী নদীর অবৈধ মাটি ব্যবসায়ী ও ট্রাক্টরের মালিক আবুল হোসেনসহ চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।
  
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধারসহ ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম