
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০৬:৪৪ এএম
বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ‘জলদস্যু’ নিহত

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ১০:৩৬ এএম

ছবি: যুগান্তর
আরও পড়ুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাঁশখালীর ছোট ছনুয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৭ এর মেজর মেহেদি হাসান জানান, গোপন খবর পেয়ে ছোট ছনুয়া এলাকায় ভোরে অভিযান চালায় র্যাবের একটি টহল দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে পাওয়া যায় সাতটি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি।