
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম
জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার আটক

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০৮:২১ পিএম

শত্রুজিতপুর কেপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র
আরও পড়ুন
মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে শত্রুজিতপুর কেপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এসএম মনিরুজ্জামানকে আটক করা হয়েছে।
তিনি বজরুক শ্রীকুণ্ডি সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক।
রিটার্নিং অফিসার মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আকতারুন্নাহার জানিয়েছেন, ওই সহকারী প্রিজাইডিং অফিসার ব্যালেটে সিল মেরে বাক্সে ঢোকানোর চেষ্টা করছিলেন। এ সময় দায়িত্বরত এজেন্টরা তাকে প্রতিহত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাওলানা উবাইদুল্লাহর নজরে আনেন। পরে তাকে আটক করে পুলিশে করা হয়েছে।