
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম
খুলনায় আফজালের দুটি প্লট ক্রোক করেছে দুদক

খুলনা ব্যুরো
প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০৭:৫৪ পিএম

দুর্নীতি দমন কমিশন-দুদক
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদফতরের সাবেক হিসাব রক্ষক আফজাল হোসেনের দুটি প্লট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মুজগুন্নী আবাসিক এলাকার ৬৫১ ও ৬৫২ নম্বর প্লট দুটি ক্রোক করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় দুদকের কর্মকর্তারা।
এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হাসান জানান, ঢাকা থেকে আফজাল হোসেনের দুটি প্লট ক্রোকের নির্দেশ আসার পর তারা অভিযান শুরু করে। তারা জানতে পারে খালিশপুর মৌজার মুজগুন্নী আবাসিকে আফজাল হোসেনের ৫ দশমিক ৪৫ কাঠা এবং ৩ দশমিক ৩৪ কাঠার দুটি প্লট রয়েছে। প্লট দুটি বর্তমানে ফাঁকা পড়ে আছে। সেখানে মাল ক্রোকের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।
এর আগে গত ১৬ মার্চ রাজধানীর উত্তরায় আফজাল হোসেনের ৫ তলা ও ৬ তলা দুটি বাড়ি ক্রোক করে দুর্নীতি দমন কমিশন।