Logo
Logo
×

সারাদেশ

দাগনভুঞায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপ

Icon

দাগনভুঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০৯:২১ পিএম

দাগনভুঞায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপ

ফেনীর দাগনভুঞা উপজেলা পরিষদ নির্বাচন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রবিউল হক রবির বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার রামনগর গ্রামের ভুঞা বাড়িতে এ ঘটনা ঘটে।

ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রবিউল রবি অভিযোগ করেন, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করার জন্য প্রতিপক্ষের লোকজন চাপ সৃষ্টি করে আসছে। মনোনয়ন প্রত্যাহার করতে অস্বীকৃতি করায় মঙ্গলবার রাতে তার বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা মুখোশ পরে মোটরসাইকেলযোগে এসে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, বিষয়টি ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কাজী রবিউল হক রবি আমাকে জানিয়েছে।

এ ঘটনায় জাতীয় পাটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কাজী রবিউল হক যুগান্তরকে জানান, আমি যেন নির্বাচন থেকে সরে দাঁড়াই। এ জন্য আতঙ্ক সৃষ্টির জন্য মুখোশপরা দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে এবং আমার প্রস্তাবকারী ও সমর্থনকারীকে বাড়ি গিয়ে খোঁজাখুঁজি করে হুমকি দিয়ে আসে।

দাগনভুঞা থানার ওসি মো. ছালেহ আহাম্মদ পাঠান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম