Logo
Logo
×

সারাদেশ

গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি আ‘লীগে যোগদান

Icon

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০৮:৩৬ পিএম

গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি আ‘লীগে যোগদান

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি ও বাউশিয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. আবদুল মান্নান দেওয়ান মনা আওয়ামী লীগে যোগদান করেছেন।

রোববার দুপুরে উপজেলার ভাটেরচর এলাকায় অনুষ্ঠিত গজারিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি দলটিতে যোগদান করেন।

সভা ও দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলামের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আহ্বান করা সভায় উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের হাতে ফুলের তোরা তুলে দিয়ে মনা দলটিতে যোগদান করেন।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইান্দরা এমপি উপস্থিত ছিলেন।  সভায় উপস্থিত নেতাকর্মী মান্নান দেওয়ানকে সাদরে গ্রহণ করেন।

মান্নান দেওয়ান মনা তার বক্তব্যে বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ, মানুষের সেবা করার লক্ষ্যেই এই যোগদান।

৩১ মার্চ অনুষ্ঠিত গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক পাওয়া আমিরুল ইসলামে হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য কাজ করবেন বলে তিনি জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম