ছাতকে ভোট কেন্দ্রে ২ পক্ষের বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০৮:৪৭ এএম
সুনামগঞ্জের ছাতকে উপজেলা নির্বাচন নিয়ে দুই প্রার্থীর পক্ষের লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধে শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকার ৫টি গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
রোববার দুপুরে উপজলার জালালাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে নৌকা প্রার্থীর সমর্থক শফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য কয়েস আহমদের পক্ষে লোকজনের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ভোটে কেন্দ্রে নৌকার পক্ষের লোক শফিকুল ব্যালেট পেপার জোরপুর্বক ভোট মারেন। এতে কয়েস আহমদের সমর্থকরা বাধা দিতে যায়। এ ঘটনা নিয়ে এ দুইপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা নিয়ে ৫টি গ্রামে মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে শিশুসহ ৫০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মুহাম্মদ আলী, শানুর আলী, ফাহিম, হরমুজ আলী, সালাম, আহমদ আলী, সুনাই মিয়া, এজিল মিয়া, সুমনসহ ১০ জন গুলিবিদ্ধ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪০ জন কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ওসি আতিকুর রহমান যুগান্তরকে জানান, এ ঘটনার পর দুপুর ২টায় জালালাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।