Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় চেয়ারম্যানপুত্র আটক

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০১৯, ০৭:১২ পিএম

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় চেয়ারম্যানপুত্র আটক

মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যা মামলার আসামি মোস্তাফিজুর রহমান রকি বিশ্বাস

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনামুল হক বিশ্বাসের ছোট ছেলে মোস্তাফিজুর রহমান রকি বিশ্বাসকে (৩০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন এর রূপপুর বিবিসি বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পাকশী পুলিশ ফাঁড়ির সাদা পোশাকধারী পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, পাকশীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকাণ্ড মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি রকি। তাকে আটকের পর পাবনা আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদ চলছে। মামলার তদন্তের স্বার্থে কোনো তথ্য আপাতত জানানো যাচ্ছে না।
 
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি পাকশীর রূপপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম নিহত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম