Logo
Logo
×

সারাদেশ

অপহৃত ব্যাংক কর্মকর্তা উদ্ধার, আটক ২

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০৭:৩১ পিএম

অপহৃত ব্যাংক কর্মকর্তা উদ্ধার, আটক ২

পুলিশের হাতে আটক দুই অপহরণকারী। ছবি: যুগান্তর

গাজীপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বড়বাড়ি শাখার কর্মকর্তা জামাল উদ্দিনকে (২৭) অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

গাছা থানার পুলিশ মঙ্গলবার রাত ২টার দিকে তাকে ওই থানার ফকির মার্কেট এলাকা থেকে উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকার মমতাজ আলীর ছেলে মহসিন সুমন (২৭), চান্দুরা এলাকার মোন্তাজ আলীর ছেলে মো. আলমগীর হোসেনকে (২৫) আটক করা হয়েছে।

জিএমপি পুলিশের মিডিয়া উইং ড. রুহুল আমিন সরকার জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বড়বাড়ী আউটলেট শাখার কর্মকর্তা জামাল উদ্দিন ব্যাংকের কাজ শেষে রাত ৮টার দিকে বাসায় ফিরছিলেন। পথে বড়বাড়ী মসজিদ রোডে এসে পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে থাকা অপহরণকারীরা জামাল উদ্দিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে তারা ওই ব্যাংকের সিনিয়র অফিসারদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে দুই লাখ টাকা দাবি করে। অন্যথায় জামাল উদ্দিনকে খুন করার হুমকি দেয়।

এ ঘটনায় ওই ব্যাংকের আউটলেট শাখার সার্ভিস অফিসার রাজীব সরকার বাদী হয়ে রাতেই গাছা থানায় অভিযোগ দাখিল করেন। পরে মঙ্গলবার রাত ২টার দিকে গাছা থানা পুলিশ ওই থানার ফকির মার্কেট এলাকা থেকে জামাল উদ্দিনকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করে বলে জানান ড. রুহুল আমিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম