Logo
Logo
×

সারাদেশ

কালকিনিতে যমুনা ইলেকট্রনিকসের শোরুম উদ্বোধন

Icon

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ০৯:১০ পিএম

কালকিনিতে যমুনা ইলেকট্রনিকসের শোরুম উদ্বোধন

কালকিনিতে যমুনা ইলেকট্রনিকসের শোরুম উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিতে যমুনা ইলেকট্রনিকসের শোরুম উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে পৌর এলাকার মজিদবাড়ি ভুরঘাটার মনোরব চাইনিজ মার্কেটে এ শোরুম উদ্বোধন করেন মনোরব তাজ ইলেকট্রনিকসের প্রোপ্রাইটর মো. মহিউদ্দিন বাবুর মা মনোয়ারা বেগম। এ উপলক্ষে মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন।

উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের সাবেক চেয়ারম্যান মিঠু ফকির, কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচএম মিলন, নাসিরউদ্দিন ফকির লিটন, শাহিন ফকির, মো. মহিউদ্দিন বাবু ও সামচু ফকির প্রমুখ।

উপস্থিত অতিথিরা বলেন, যমুনার পণ্য দেশসেরা। যমুনার সব পণ্য মানসম্মত। যমুনার পণ্য দেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যমুনা ইলেকট্রনিকস আরও এগিয়ে যাবে বলে তারা আশা ব্যক্ত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম