Logo
Logo
×

সারাদেশ

জামালপুর এক মায়ের ৩ সন্তান প্রসব

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ০৮:১২ পিএম

জামালপুর এক মায়ের ৩ সন্তান প্রসব

এক মায়ের ৩ সন্তান প্রসব

জামালপুরের মাদারগঞ্জে এক প্রসূতি একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। প্রসূতি ও নবজাতক তিন সন্তানই সুস্থ আছেন।

জানা গেছে, সোমবার সকালে পৌরসভার জোনাইল চালেনিপাড়া গ্রামের গার্মেন্টকর্মী ফাহিম মিয়ার স্ত্রী লাকী বেগমের (২২) প্রসবব্যথা শুরু হলে তিনি বাড়িতেই একটি কন্যাসন্তান প্রসব করেন। পরে ওই প্রসূতিকে মাদারগঞ্জ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি আরও দুটি পুত্রসন্তান প্রসব করেন।

এক প্রসূতির ৩ সন্তান জন্মদানের খবর শুনে এলাকার লোকজন নবজাতকদের দেখার জন্য প্রসূতির বাড়িতে ভিড় জমাচ্ছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খবর পেয়ে উপজেলা সমাজসেবা আফিস থেকে দরিদ্র ওই পরিবারটিকে দুই হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। দুই বছর আগে লাকী বেগমের একটি সন্তান জন্মের পরপরই মারা যায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম