Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে সড়কে প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ১২:০৩ পিএম

চট্টগ্রামে সড়কে প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

ছবি: যুগান্তর

চট্টগ্রামের বন্দরে গাড়িচাপায় নিজামউদ্দিন (৩১) নামে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

সোমবার ভোরে বন্দরের বিএসআরএম ফটকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজামউদ্দিন কক্সবাজারের কুতুবদিয়ার মিয়াপাড়ার বড়পুল এলাকার কামালউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে বিএসআরএমের ফটকে নিজ দায়িত্ব পালন করছিলেন নিজাম। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে নিজামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, নিহত নিরাপত্তাকর্মীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম