Logo
Logo
×

সারাদেশ

বান্দরবান-কক্সবাজারে বজ্রপাতে প্রাণ হারালেন নারী ও শিশু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৬ পিএম

বান্দরবান-কক্সবাজারে বজ্রপাতে প্রাণ হারালেন নারী ও শিশু

ছবি: যুগান্তর

বান্দরবানের বাইশারীতে এবং কক্সবাজারের উপকূলীয় এলাকা বজ্রপাতে গৃহবধূ ও শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।

সোমবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রাম ও মহেশখালীর উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- 

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামে বৃষ্টির সময় ঘরের চালের টিন মেরামতের কাজ করছিলেন জান্নাত।  

সকাল সোয়া ৯টায় বজ্রপাতে জান্নাত তার শাশুড়ি মরিয়ম বেগম (৪৫), দেবর এরশাদ উল্লাহ (২৬) এবং ভাবি আসমা বেগম (২২) আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

বাইশারী পুলিশ ফাঁড়ির তদন্তকেন্দ্রের এসআই মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, প্রচণ্ড ঝড়ো বাতাসে ঘরের টিন উড়িয়ে নেয়ায় চালের মেরামতকাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের উদ্ধার করা হয়েছে।

মহেশখালী: কক্সবাজারের উপকূলীয় এলাকাজুড়ে সোমবার সকালে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণে দ্বীপাঞ্চলের পানের বরজ ও লবণ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মহেশখালীতে বজ্রপাতে নিহত হয়েছে এক শিশু।

স্থানীয় চাষিরা জানান, সকালে হঠাৎ করে বজ্রপাতসহ ব্যাপক গতির ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়। ঝড়বৃষ্টিতে পাহাড়ি পানের বরজ লণ্ডভণ্ড হয়ে যায়। খোলা মাঠে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে থাকা লবণও ক্ষতিগ্রস্ত হয়। 

বৃষ্টির পানিতে মিশে যায় অন্তত হাজার হাজার টন লবণ। তা ছাড়া খোলা মাঠে স্তূপাকারে রাখা উৎপাদিত লবণও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চাষিরা জানান। 

অন্যদিকে এমন বৃষ্টিপাতে এলাকার গ্রামীন  অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন। বৃষ্টিপাতে কাঁচাবাড়ি ও পশুর খামার ক্ষতিগ্রস্ত হয়। 

এদিকে মহেশখালীর হোয়ানক এলাকায় বজ্রপাতে রাজিব নামে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১১ বছর বয়সী ওই শিশু খেলতে বেরিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের শিকার হয়।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম