Logo
Logo
×

সারাদেশ

বাসচাপায় নিহত বিমান কর্মকর্তা অন্য গাড়িতে ছিন্নভিন্ন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৬ পিএম

বাসচাপায় নিহত বিমান কর্মকর্তা অন্য গাড়িতে ছিন্নভিন্ন

বাসচাপায় বিমান কর্মকর্তা নিহত

গাজীপুরে বাসচাপায় মো. আবুল হোসেন (৫০) নামে বাংলাদেশ বিমানের লোডার ট্রাফিক সহকারী নিহত হয়েছেন। পরে অন্য কয়েকটি গাড়ির চাপায় তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

বুধবার ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকার গাছা রোডের মাথায় ঢাকাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া, তারগাছ এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বিমানের গাড়িতে করে আবুল হোসেন প্রতিদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তার কর্মস্থলে যেতেন। বুধবার অফিসের গাড়ি ফেল করে আবুল হোসেন বাসে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, আবুল হোসেনের ওপর দিয়ে আরও কয়েকটি গাড়ি যাওয়ায় তার দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। পরে পরিচয়পত্রের মাধ্যমে নিহতের লাশ শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, তবে সিটি ক্যামেরায় ছবি দেখে ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম