Logo
Logo
×

সারাদেশ

যশোরে যুবককে বোমা মেরে ও কুপিয়ে হত্যা

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২২ পিএম

যশোরে যুবককে বোমা মেরে ও কুপিয়ে হত্যা

নিহত মামুন হোসেন। ছবি: সংগৃহীত

যশোরে মামুন হোসেন (৩০) নামে এক যুবককে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরিফ হোসেন (২৮) নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

নিহত মামুন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুর রউফের ছেলে। তিনি একটি মোবাইল ফোনের দোকানদার ছিলেন। আর আহত আরিফ হোসেন ঘোপ বাবলাতলা এলাকার বজলু খলিফার ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, মামুন সন্ধ্যায় শেখহাটি জামরুলতলা এলাকার রাসেল নামে এক ব্যক্তির চায়ের দোকানে বসেছিলেন। এ সময় তার ওপর হামলা হয়। তাকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে, কিনা তদন্ত না করে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক বজলুর রশিদ টুলু জানান, মামুনের শরীরের বিভিন্ন স্থানে কোপ ও বোমা হামলার চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম