এসএসসি পরীক্ষায় নকলে সহযোগিতা করায় শিক্ষকের কারাদণ্ড

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৫ পিএম

ফরিদপুরের নগরকান্দায় এসএসসি পরীক্ষায় নকলে সহযোগিতা করার অপরাধে শাহাদত হোসেন নামে এক শিক্ষককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
একই অপরাধে এসএসসি পরিক্ষার্থীর অভিভাবক সাদিয়া সিদ্দিকাকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সদরের এমএন একাডেমী পরীক্ষা কেন্দ্রের এসএমএ বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু থেকে ইংরেজি দ্বিতীয় পত্রের এসএসসি পরীক্ষা চলাকালীন আসামীদের আটক করা হয়।
শাহাদত হোসেন নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা শুভ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।