বশেমুরকৃবিতে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৯ পিএম
![বশেমুরকৃবিতে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/02/06/image-141680-1549470057.jpg)
বশেমুরকৃবিতে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
হাঁস-মুরগী, গবাদী পশু পালন ও পরিচর্যা বিষয়ক প্রযুক্তি কৃষকদের মাধ্যমে মাঠ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে দুদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার গাজীপুরের বশেমুরকৃবির অডিটোরিয়ামে শুরু হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত প্রযুক্তিসমূহের উপর অনুষ্ঠিত কর্মশালায় ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের শুভেচ্ছা জানান এবং কর্মশালার সফলতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে গাজীপুর জেলার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।