Logo
Logo
×

সারাদেশ

ট্রেন থেকে নেমেই ট্রেনে কাটা পড়ল যুবক

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ১০:৪৫ পিএম

ট্রেন থেকে নেমেই ট্রেনে কাটা পড়ল যুবক

ট্রেন থেকে নেমেই ট্রেনে কাটা পড়েন রাজন হোসেন

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেন থেকে নেমেই ট্রেনে কাটা পড়ে রাজন হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাজিরহাট গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন মুলাডুলি স্টেশনে পৌঁছালে ওই যাত্রী নিচে নামেন। এ সময় বিপরীত দিক থেকে অপর একটি ট্রেন থ্রু-পাস হওয়ার সময় অসাবধানতাবশত ওই যাত্রী ট্রেনের নিচে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহতের মানিব্যাগে থাকা টিকিট থেকে জানা যায়, ওই যুবক ভেড়ামারা থেকে জয়দেবপুর যাচ্ছিলেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি সূবীর দত্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম