
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম
আল্লারদর্গা বাজারে ট্রাকের চাকায় দুই ভাই পিষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৯, ০৯:২৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর শহর। ছবি: গুগল ম্যাপ থেকে নেয়া।
আরও পড়ুন
কুষ্টিয়ার দৌলতপুরে বালিভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারের সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুস্তাকিম (২২) ও তার খালাত ভাই সাজিদ (২৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভেড়ামারা থেকে মোটরসাইকেল চড়ে দ্রুতগতিতে দৌলতপুর যাচ্ছিলেন মোটরসাইকেলচালক মুস্তাকিম ও তার খালাত ভাই মোটরসাইকেল আরোহী সাজিদ। পথিমধ্যে আল্লারদর্গা বাজারে বালিভর্তি ড্রাম ট্রাককে (কুষ্টিয়া-১১-১৯২৩) অতিক্রম করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুজনই ছিটকে রাস্তায় পড়ে যান।
এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুস্তাকিম ও সাজিদ নিহত হন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করলেও চালককে আটক করতে পারেনি।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে দৌলতপুর থানায় নিয়ে যায়।
নিহত মুস্তাকিম পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকায় মৃত মশিউর রহমান মনার ছেলে এবং সাজিদ মিরপুর উপজেলার বাড়াদি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বালিভর্তি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।