Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনা

ব্রিজ থেকে ট্রাক নদীর ৪০ ফিট গভীরে, নিখোঁজ ৪

Icon

সাভার (আশুলিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৯, ০৮:৪০ এএম

ব্রিজ থেকে ট্রাক নদীর ৪০ ফিট গভীরে, নিখোঁজ ৪

তুরাগ নদী। ফাইল ছবি

সাভারে আশুলিয়ায় ওভারটেক করতে গিয়ে ইটবোঝাই ট্রাক তুরাগ নদীর ৪০ ফিট গভীরে তলিয়ে গেছে। এ ঘটনার পর একজনকে আহতাবস্থায় উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন চারজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কে মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারে কাজ করছে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ ও আহত শ্রমিকের পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, ট্রাকটি আশুলিয়া থেকে ইটবোঝাই করে ঢাকায় যাচ্ছিল। পথে মরাগাঙ্গ এলাকায় ব্রিজে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে তলিয়ে যায় ট্রাকটি।

এ সময় একজনকে আহতাবস্থায় উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন চারজন।

খবর পেয়ে উদ্ধারে কাজ করছে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ট্রাকটি নদীর ৪০ ফিট নিচে রয়েছে বলে ধারণা করছে ডুবুরি দলটি।

আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম