Logo
Logo
×

সারাদেশ

নতুন ব্যাগের আনন্দে!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ০১:২৫ পিএম

নতুন ব্যাগের আনন্দে!

নতুন ব্যাগের আনন্দে!

বিদ্যালয়ের বই খাতা বহনে ‘আনন্দ পৌছে দিতে’ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণী উৎসব করলো মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব।

শুক্রবার শহরের শকুনী লেকপাড়ে প্রজেক্ট স্কুলিং কর্মসূচীর মাধ্যমে জেলার ২৫টি স্কুলের ৭০০ শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করে এমএসএসসি। 

মাদারীপুরের স্থানীয় তরুণদের অন্যতম বৃহৎ সংগঠনটির এবারের ষষ্ঠতম উদ্যোগের পাশে ছিলো গুডলাক স্টেশনারি, আইপিডিসি ফাইন্যান্স এবং স্পার্ক বিডি।

সামাজিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে সামাজিক কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্যে এমএসএসসি ২০১৩ সাল যাত্রা শুরু হওয়ার পরে ২০১৪ থেকে ‘প্রজেস্ট স্কুলিং কর্মসূচি’ পরিচালনা করে আসছে।

এই কর্মসূচির মাধ্যমে বছরের শুরুতে নতুন বইয়ের সঙ্গে নতুন একটি স্কুল ব্যাগ পাওয়ায় শিক্ষার্থীদের মাধে পড়াশুনা এবং স্কুলের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করেন সংগঠনের সদস্যরা।

এবছর ৭০০ নতুন ব্যাগ স্কুল বিতরণের মাধ্যমে গত ৬ বছরে সংগঠনটি মোট ২৩০০ শিক্ষার্থীর হাতে বছরের শুরুতে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দিয়েছে বলে জানান এমএসএসসি সহ-প্রতিষ্ঠাতা এবং সভাপতি ইসতিয়াক আহমেদ শাওন।

ইসতিয়াক আহমেদ শাওন বলেন, আমরা সামাজিক কাজে সম্পৃক্ততা বাড়াতে চাই– অন্যান্য সংগঠন, সংস্থা, ব্যাক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে। আমাদের প্রত্যাশা তারাও এগিয়ে আসবেন একসঙ্গে সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে এবং আমরাও প্রতিনিয়ত  চেষ্টা করছি তাদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে।

সহ প্রতিষ্ঠাতা খন্দকার রাশেদ আহমেদ (রিফাত) বলেন, আমরা সামাজিক দায়িত্ববোধ থেকেই এ ধরনরে উদ্যোগগুলো নিয়ে থাকি। আমাদের সবগুলো উদ্যোগের মধ্যে প্রজেক্ট স্কুলিং গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।

প্রতি বছর নতুন বইয়ের সঙ্গে আমরা চেষ্টা করি দরিদ্র-মেধাবি তবে সামাজিকভাবে পিছিয়ে পড়া শিশুদের হাতে নতুন একটি ব্যাগ তুলে দিতে, যে ব্যাগটা তাকে স্কুলের প্রতি উৎসাহিত করবে। 

স্কুল ব্যাগ নিয়ে প্রকল্পের বিষয়ে প্রজেক্ট স্কুলিং এর সমন্বয়ক মেহেদী শামীম বলেন, আমরা ২০১৪ সাল থেকে প্রতি বছরেই প্রজেক্ট স্কুলিং করে আসছি। প্রতি বছর আমাদের চেষ্টা থাকে কীভাবে নতুন আরও বেশি সংখ্যক শিশুর হাতে ব্যাগ পৌঁছে দেয়া যায়। 

ক্লাবের সহপ্রতিষ্ঠাতা মনিরুজ্জামান খান জনি জানান, এ বছর শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ২০০ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দিয়েছে সংগঠনটি।

ব্যাগ বিতরণী অনুষ্ঠানে ক্লাবের আরেক সহ-প্রতিষ্ঠাতা আশরাফুল আলম খান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য জাকারিয়া রাজিবসহ সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম