
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পিএম
টুঙ্গিপাড়াকে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটিতে রূপান্তর করা হবে

এসএম পারভেজ, টুঙ্গিপাড়া থেকে ফিরে
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ০৮:৫৩ পিএম

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম
আরও পড়ুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়াকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটিতে’ রূপান্তর করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
তিনি বলেন, প্রথম কেবিনেট মিটিং শেষে প্রধানমন্ত্রী উপস্থিত মন্ত্রীদের কাছে তাদের দাবির কথা জানতে চান। আমি সেখানে বলি- আমার একটি ছোট চাওয়া আছে। বিশ্বের বিভিন্ন দেশে যেমন হোসিমিনাল নামে হোসিমিন সিটি, জর্জ ওয়াশিংটনের নামে ওয়াশিংটন সিটি আছে এমনভাবে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াকে আমি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ সিটি বানাতে চাই।
শনিবার সকালে পিরোজপুর থেকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে স্থানীয় নেতাকর্মীদের সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে শ ম রেজাউল করিম এসব কথা বলেন।
এ সময় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, অ্যাডভোকেট চণ্ডিচরন পাল, মন্ত্রীর সহধর্মিণী ফিরোজা বেগম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের, পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী ও দফতর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদসহ জেলা ও নাজিরপুর উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার বা সমাধির চেয়েও বড় হচ্ছে এটি বাঙালি জাতির অস্তিত্ব।