Logo
Logo
×

সারাদেশ

কুয়াকাটা সমুদ্রসৈকতে নেমে যুবকের মৃত্যু

Icon

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৯, ০৭:৩৪ পিএম

কুয়াকাটা সমুদ্রসৈকতে নেমে যুবকের মৃত্যু

কুয়াকাটা সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে আলী আকবর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 

নিহত আলী আকবর পিরোজপুর জেলা সদরের বাইজোরা এলাকার ব্যবসায়ী ছিদ্দিকুর রহমানের ছেলে।

চিকিৎসকের বরাত দিয়ে মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, পিরোজপুর থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। পরে দুপুরের দিকে আলী আকবরসহ তার কয়েক বন্ধু সমুদ্রে সাঁতার কাটতে নামেন। 

অতিরিক্ত ঠাণ্ডায় আক্রান্ত হয়ে পড়লে আলী আকবরকে দ্রুত কুয়াকাটা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম