Logo
Logo
×

সারাদেশ

নিষিদ্ধ পপির বিরুদ্ধে থানছিতে অভিযান

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৯, ০৮:২৪ এএম

নিষিদ্ধ পপির বিরুদ্ধে থানছিতে অভিযান

নিষিদ্ধ পপির বিরুদ্ধে থানছিতে বিজিবির অভিযান। ছবি: যুগান্তর

বান্দরবানের থানছিতে নিষিদ্ধ পপি চাষের (আফিম) বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিজিবি। উপজেলায় সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে বাগান ধ্বংস করা হয়েছে।

বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্নেল মো. হাবিবুল হাসানের তত্ত্বাবধানে বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।

বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী মুরুক্ষ্যং ঝিরি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় পাহাড়িদের সহযোগিতায় নিষিদ্ধ পপি (আফিম) চাষ করছে সেখানকার অস্ত্রধারী সন্ত্রাসীরা।

খবর পেয়ে বিজিবির তিন্দু ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মোতালেবের নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য অভিযান চালিয়ে প্রায় ৫০০ বর্গফুটের একটি নিষিদ্ধ পপি (আফিম) বাগান ধ্বংস করেন।

গাছগুলো ধ্বংস করার পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় বাগানটি। তবে অভিযানের খবর পেয়ে পপি বাগান চাষিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাবিবুল হাসান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবি থানচির দুর্গমাঞ্চলে গড়ে তোলা পপি (আফিম) বাগান ধ্বংস করেছে। নিষিদ্ধ পপি চাষ ধ্বংসে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম